নতুন বই
বইমেলায় মনি হায়দারের সাত বই
এবারের বইমেলায় মনি হায়দারের সাতটি বই প্রকাশের পথে। এরই মধ্যে চারটি বই চলে এসেছে।
প্রথম বইটি গল্পের, বড়দের। ‘আমার বীনু খালা’। বইটি প্রকাশ করেছে বটেশ্বর। ‘আমার বীনু খালা’য় নানা মাত্রিকতায় ১১টি গল্প আছে। গল্পগুলোর মধ্যে আমাদের জীবনের আনন্দ-বেদনা-হতাশার পাশাপাশি বুভুক্ষুযাত্রার আর্তনাদ, বিকারগ্রস্ত অসুখ, বিকৃত মনের জারকরস, সর্বোপরি মুক্তিযুদ্ধের নিখুঁত বয়ান তুলে ধরার চেষ্টা করা হয়ছে। বইটির প্রচ্ছদ একটু অন্য রকম, কিন্তু নাম গল্প বইয়ের নামের সঙ্গে যায়। গল্পগুলো পাঠককে নাড়িয়ে দেবে।
দ্বিতীয় বই ‘উপন্যাস, নায়ক ও নায়িকারা’। নাটকের অভিনয়শিল্পীদের প্রতি সাধারণ মানুষের তীব্র কৌতূহল। আর সত্যিই তাঁরা রহস্যময় জীবনের যাত্রী। প্রায়ই সংসার গড়ে, আবার ভাঙে। আমার নায়ক ও নায়িকা উপন্যাসে প্রধান চরিত্র পথিক রহমান। টিভি তারকা পথিকের জীবনেও এসেছে একের পর এক প্রেম। সেই প্রেম ও নারীদের পথিক কীভাবে ব্যবহার করেছে, ছুড়ে ফেলেছে তারই আখ্যান রচিত হয়েছে। পাঠক এই উপন্যাসে ভিন্ন এক জগতের সন্ধান পাবে। বইটি প্রকাশ করেছে দেশ পাবলিকেশন্স।
পাতলাদা অদ্ভুত সব কাণ্ডকারখানা করে বেড়ান আর হাসির খোরাক হন। সেই অবাক পাতলাদাকে নিয়ে এবারের বই ‘দড়ির উপর পাতলাদা’। ‘দড়ির উপর পাতলাদা’ বইয়ে আছে ১০টি টাটকা গল্প। অসাধারণ প্রচ্ছদ করেছেন শিল্পী ধ্রুব এষ। বইটি প্রকাশ করেছে কথাপ্রকাশ।
‘মিস্টার অ্যান্ড মিসেস ভূত’ কিশোর উপন্যাস। শহরের একদল ছেলেমেয়ে গ্রামে যায়। সেই গ্রামে বাস করে অনেক দিনের পুরোনো ভূত দম্পতি। ছেলেমেয়েরা গ্রামের তাল দীঘিতে গোসল করতে নামলে উঠে দেখে, জামা-কাপড় নেই। জামা-কাপড় নিয়ে গেছে মিসেস ভূতে। জামা-কাপড় পেতে হলে দিতে হবে তাজা মাছ। কোথায় পাবে তাজা মাছ? এসব লোমহর্ষক ঘটনা নিয়ে ‘মিস্টার অ্যান্ড মিসেস ভূত’ বইটি প্রকাশ করেছে শামীম পাবলিকেশন্স।
‘বঙ্গবন্ধু ও রাসেলের গল্প’ একটি গল্পের বই। বাচ্চাদের জন্য বইটি। বাংলাদেশের স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু জীবনের ১৪ বছর কারাগারে কাটিয়েছেন। ফলে তাঁর ছেলেমেয়েরা বাবার আদর, মমতা থেকে বঞ্চিত হয়েছে। আবার তিনিও ছেলেমেয়েদের মমতা ও ভালোবাসা থেকে দূরে ছিলেন। কিন্তু বাংলাদেশ স্বাধীন করার পর তিনি জাদুর কাঠির মতো পেলেন ছোট্ট রাসেলকে। রাসেল ও বঙ্গবন্ধুর মধ্যে নানা ঘটনার মিথস্ক্রিয়ায়, স্বাধীনতার রক্ত বুননে বঙ্গবন্ধু ও রাসেলকে নিয়ে লেখা ১৯টি গল্প নিয়ে বই ‘বঙ্গবন্ধু ও রাসেলের গল্প’। মামুন হোসাইনের চমৎকার প্রচ্ছদে, মোমিনউদ্দীন খালেদের অলংকরণে বইটি প্রকাশ করেছে শব্দশৈলী।
শিশুরা বিরূপ প্রকৃতির সঙ্গে লড়াই করে প্রকৃতির সন্তান হিসেবে বেড়ে ওঠে অবলীলাক্রমে। কীভাবে বেড়ে ওঠে এবং লড়াই করে তারই আখ্যান বয়ানে নয়টি গল্প নিয়ে শিশুদের জীবনের নানা ঘটনার মিশ্রণে প্রকৃতি ও পরিবেশের ওপর এর প্রভাব পড়া। সেই গল্পগুলো নিয়ে মনন প্রকাশ প্রকৃতি ও পরিবেশের গল্প শিরোনামে বইটি বের করেছে।
‘হাঁটতে হাঁটতে যায় ডিম’ পাঁচটা ছোটদের গল্পের বইটি। বইটির অসাধারণ প্রচ্ছদ করেছেন মামুন হোসাইন। আর ভেতরের অলংকরণ করেছেন নতুন শিল্পী রোকন। বইটি বের হয়েছে দোয়েল থেকে।