নতুন বই
বইমেলায় মাজহার সরকারের ‘প্রেরিত পুরুষ’
অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে কবি মাজহার সরকারের কবিতার বই ‘প্রেরিত পুরুষ’। বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা প্ল্যাটফর্ম।
বইটির ফ্ল্যাপে প্রকাশক হেলাল উদ্দিন হৃদয় লিখেছেন, ‘মাজহার সরকার নিঃসঙ্গতার কবি। নাস্তিকতা বা নাথিংনেস তাঁর কবিতায় অস্তিত্বের গহনে প্রবিষ্ট। সরকারের নৈরাশ্য ঋণাত্মক নয়, কিরণদায়ী। দার্শনিকতা তাঁর কবিতার প্রধান দিক। দর্শনে অস্তিত্ববাদ বা চৈতন্য ও বর্ণনায় অধিবিদ্যা, এ হচ্ছে তাঁর কবিতা। এ বৈশিষ্ট্য তাঁর কবিতায় সম্ভাবনা হয়ে আসে না, সম্ভব হিসেবেই দেখতে পাই। সরকার শুধু কবিতা-লিখিয়ে কবি নন, জীবনযাপনেও কবি। কবিতাকে তিনি সারাক্ষণ স্বভাবে নিয়ে ঘোরেন এমন নয়, তিনি শিক্ষিত মেধাশ্রয়ী কবি। কবিতায় শব্দের ঝনঝনানির চেয়ে শব্দ দিয়ে দৃশ্য তৈরিতে তিনি আগ্রহী। একক মানুষের যন্ত্রণাকে তিনি অর্থবহ করেছেন, স্থানিক দুঃখকে দিয়েছেন আন্তর্জাতিক বোধ।’
চারু পিন্টুর প্রচ্ছেদে পাঁচ ফর্মার বইটিতে রয়েছে ৫৬টি কবিতা। পাওয়া যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের প্ল্যাটফর্মের স্টলে (৪৯২ নম্বর স্টল)। পাশাপাশি বইটি লিটলম্যাগ চত্বরে প্ল্যাটফর্ম-এর স্টলেও পাওয়া যাচ্ছে।
মাজহার সরকারের প্রথম কাব্যগ্রন্থ ‘সোনালী রোদের সাঁকো’র জন্য পেয়েছেন সিটি আনন্দ আলো পুরস্কার-২০১২। এর পর একে একে প্রকাশিত হয়েছে ‘শরতের বাস টার্মিনাল’ (২০১৩), ‘শূন্য সত্য একমাত্র’ (২০১৩), ‘গণপ্রজাতন্ত্রী নিঃসঙ্গতা’ (২০১৫) এবং গল্পগ্রন্থ ‘আগ্নেয় আশ্বিনের তামুক’ (২০১৫)।