সাক্ষাৎকার

নিরাপত্তা যথেষ্ট, পরিসরটাও বেড়েছে : সাদাত হোসাইন

Looks like you've blocked notifications!

অমর একুশে গ্রন্থমেলায়  দেখা হলো তরুণ  লেখক ও উপন্যাসিক সাদাত হোসাইনের সাথে। অন্যান্য বছরের চেয়ে এবারের নেওয়া নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট এবং পরিসর বৃদ্ধি পাওয়ায় তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন।

এবারের গ্রন্থমেলা নিয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে সাদাত এনটিভি অনলাইনকে বলেন, বইমেলায় প্রতিটা দিনই থাকি। এবারের বইমেলা আমার জন্য একটি বিশেষ বইমেলা। এর আগে উপন্যাস ‌'আরশিনগর' প্রকাশের পর পাঠকদের সাড়া পাই। এবার আসছে 'অন্দরমহল'। মেলার শেষ দিকে একটা কবিতার বইও চলে আসতে পারে।

তবে এত সন্তুষ্টির মাঝেও রয়েছে সাদাত হোসাইনের অভিযোগ। তিনি বলেন, স্টল বিন্যাস পরিকল্পিত মনে হয়নি। মেলা প্রাঙ্গণে কোথাও খালি রাখা হয়েছে আবার কোথাও ঠাসাঠাসি অবস্থা। অভিযোগ উঠেছে স্টল বরাদ্দ প্রক্রিয়া লটারির মাধ্যমে হলেও কেউ কেউ বাড়তি সুবিধা পেয়েছেন নিজেদের ইচ্ছে মতো জায়গা পেতে। এতে ছোট প্রকাশনাগুলো বঞ্চিত হয়েছে।

তরুণ এ লেখক ও উপন্যাসিক ভবিষ্যতে প্রাণের এ গ্রন্থমেলা যেন চমৎকার ব্যবস্থাপনা, সুষম, ন্যায়সংগত এবং সঠিক বিভাজন ও প্রক্রিয়ায় আয়োজন করা হয় এ দাবি জানান কর্তৃপক্ষের কাছে।