মেলায় আজ বই এসেছে ৯৩টি
শেষের দিকে গড়াচ্ছে বইমেলা। মেলার আর বাকি আছে মাত্র ছয়দিন। এবার লিপ ইয়ার (অধিবর্ষ) হওয়ায় ফেব্রুয়ারি মাস ২৯ দিনের। ফলে বই উৎসবও চলবে একদিন বেশি।
আজ মঙ্গলবার দুপুর থেকে অনেকটা ঢিলেঢালা ভাব থাকলেও বিকেল গড়াতেই নামে মানুষের ঢল। ২৩তম দিনে নতুন বই প্রকাশ পেয়েছে ৯৩টি। এ নিয়ে প্রকাশিত বইয়ের সংখ্যা দাঁড়াল দুই হাজার ৭৬৩টি।
শেষ বিকেলের আলোয় ভাটা পড়েনি তখনো। একদিকে টিএসসি, আরেকদিকে দোয়েল চত্বর। এর মাঝের পুরো জায়গাতেই ছিল মানুষের পদচারণা। আর এসব মানুষ ও দর্শনার্থীর গন্তব্য অমর একুশে গ্রন্থমেলা। মাসজুড়ে এই আয়োজনে, অন্তত একদিন গ্রন্থমেলায় আসেননি- এমন পাঠক খুঁজে পাওয়া ভার।
বাংলা একাডেমির শামসুর রাহমান হলে আবিদা সুলতানার লেখা 'শহীদ পুলিশের রক্তের ঋণ' শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।