নতুন বই

মেলায় দুটি নতুন বই

Looks like you've blocked notifications!

এবার অমর একুশে বইমেলায় ম্যারিনা নাসরীনের প্রথম উপন্যাস 'জলঘুঙুর'  ও হাবীবাহ্ নাসরীনের কাব্যগ্রন্থ ‘কবিতা আমার মেয়ে’ বই এসেছে। তরুণ এ দুই লেখকের বই নিয়ে থাকছে আমাদের বিশেষ আয়োজন।

ম্যারিনা নাসরীনের প্রথম উপন্যাস 'জলঘুঙুর'

ম্যারিনা নাসরীনের প্রথম উপন্যাস 'জলঘুঙুর'। 'জলঘুঙুর' বইটির প্রতি আকৃষ্ট হওয়ার বিশেষ কারণ, এটা মুক্তিযুদ্ধের ওপর লেখা উপন্যাস। সম্ভবত মুক্তিযুদ্ধভিত্তিক গল্প-উপন্যাস লেখা সবচেয়ে কঠিন! লেখিকা ম্যারিনা নাসরীন সেই কঠিন কাজটাই বেছে নিয়েছেন তাঁর প্রথম উপন্যাসের পটভূমিতে।

'জলঘুঙুর' উপন্যাসটিতে লেখিকা মুক্তিযুদ্ধকে এনেছেন গতানুগতিকতার বাইরে গিয়ে এক অন্যরূপে! যার ফলে উপন্যাসটি পড়ার সময় মনে হতে পারে, স্বয়ং পাঠক নিজেই যুদ্ধের ময়দানে আছেন। মুক্তিযুদ্ধভিত্তিক এই উপন্যাসে লেখিকা তাঁর মুন্সিয়ানার কাজ দেখিয়েছেন এখানেই। লেখিকা নিঃসন্দেহে এই উপন্যাসের পাঠককে কিছু সময়ের জন্য হলেও নিয়ে যেতে পেরেছেন ’৭১-এর সেই ভয়াবহ দিনগুলোতে। যদিও বইটি পাঠের অনেক পরেও আমি যুদ্ধের সেই দিনগুলো থেকে বেরিয়ে আসতে পারেনি। প্রাপ্তিস্থান : বইমেলায় বেহুলাবাংলার স্টল (নম্বর ৫৭৭), প্রচ্ছদ : মানবেন্দ্র গোলদার, প্রকাশনী : বেহুলাবাংলা, প্রচ্ছদ : মানবেন্দ্র গোলদার। মূল্য : ১৩৫ টাকা।

হাবীবাহ্ নাসরীনের কাব্যগ্রন্থ ‘কবিতা আমার মেয়ে’

এবারের একুশে বইমেলায় প্রকাশ হয়েছে তরুণ কবি ও সাংবাদিক হাবীবাহ্ নাসরীনের প্রথম কাব্যগ্রন্থ ‘কবিতা আমার মেয়ে’। বইটিতে নানা স্বাদের মোট ৬০টি কবিতা স্থান পেয়েছে। কবির মনে ভেসে বেড়ানো কথা কিংবা উপলব্ধিগত বিষয়গুলোকে ছন্দের কলকব্জা দিয়ে এঁটেছেন আপন দক্ষতায়। প্রতিটি কবিতাতেই ছন্দের ঐকতান পাঠকের মনকে আন্দোলিত করবে।

ভালোবাসা-বিরহ-মায়া-স্নেহ-দেশপ্রেমকে ধরতে কবিতাকেই বেছে নিয়েছেন হাবীবাহ্ নাসরীন। তবে বাস্তবতা ও সময়কে অস্বীকার করে নয়। চাইলে যাপিত সময়ের স্বচ্ছচিত্রও খুঁজে পাওয়া যাবে তাঁর কবিতায়। কবিতাকে ভালোবেসে নিজেকে তাঁর জন্মদাত্রী পরিচয় দিতেও কুণ্ঠা নেই। এক মলাটে ছন্দের নানা তল্লাট ঘুরে আসতেই বইমেলায় এসেছে ‘কবিতা আমার মেয়ে’। গ্রন্থটি প্রকাশ করেছে দেশ পাবলিকেশন্স। প্রচ্ছদ করেছেন চারু পিন্টু।