রাবিতে ‘বার্ষিক চারুকলা প্রদর্শনী’

Looks like you've blocked notifications!

স্বাধীনতা দিবসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদে প্রায় ২০০ শিক্ষার্থীর অংশগ্রহণে চার শতাধিক শিল্পকর্ম নিয়ে শুরু হলো ‘বার্ষিক চারুকলা প্রদর্শনী-২০১৬’।

প্রথম বর্ষ থেকে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের করা মূর্ত-বিমূর্ত ধারার পেইন্টিং, ছাপচিত্র, ভাস্কর্য, মিশ্রমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমের শিল্পকর্ম স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। 

গতকাল শনিবার দুপুর ১২টায় এ প্রদর্শনীর উদ্বোধন করেন প্রখ্যাত কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক। প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুহম্মদ মিজানউদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান এবং রাজশাহীতে নিযুক্ত সহকারী ভারতীয় হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায়। প্রদর্শনী উদ্বোধনের আগে সৃজনশীল কাজের জন্য ৩১টি ক্যাটাগরিতে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। 

প্রদর্শনী চলবে ৩১ মার্চ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।