শিল্পকলা একাডেমিতে ‘রং ও রূপের কাব্য’
চট্টগ্রাম চারুশিল্পী পর্ষদ-ঢাকা ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে ‘রং ও রূপের কাব্য’ শিরোনামে শুরু হয়েছে সপ্তম শিল্পকর্ম প্রদর্শনী। গত ২৮ মার্চ বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ৬ নং গ্যালারিতে প্রদর্শনীটি উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীন মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ ।
মনের নানা অনুভুতি-উপলব্ধির বৈচিত্র্যময় বহিঃপ্রকাশই যেন এই প্রদর্শনীটি। কোনো চিত্রকর্মে জলরঙে ফুটে উঠেছে নিসর্গ আবার কালি-কলমের বিমূর্ত রেখায় উঠে এসেছে অন্তরালের অবয়ব। কোনো ক্যানভাসে তেলরঙে চিত্রায়িত হয়েছে দুরন্ত কিশোরীর স্নিগ্ধ মুখাবয়ব, আবার কোনটিতে জীবনের নিগূঢ়তম বাস্তবতার প্রতিচ্ছবি।
এক্রেলিক, তেলরং, জলরং, কালি-কলম, লিথোগ্রাফ, কোলাজ ও মিশ্রমাধ্যমের চিত্রকর্মের পাশাপাশি ইন্সটলেশন, বয়ন-বুটিক ও ত্রিমাত্রিক মডেলে করা ৫০ জন শিল্পীর প্রায় ১৫০টি শিল্পকর্ম আছে এই প্রদর্শনীতে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব লিয়াকত আলী লাকী। এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চারুশিল্পী পর্ষদ-ঢাকার সভাপতি শিল্পী আবুল কাসেম ইকবাল এবং প্রদর্শনী উদযাপন কমিটির আহ্বায়ক শিল্পী স্বপন আচার্য ।
প্রদর্শনীটি আগামী ১১ এপ্রিল প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা এবং শুক্র ও শনিবার বিকেল ৩টা থেকে রাত ৮ টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে ।