Beta

আল মাহমুদের কবিতা

বৈশাখী আলোড়ন

১৪ এপ্রিল ২০১৫, ১০:৪৭ | আপডেট: ১৪ এপ্রিল ২০১৫, ১১:৫৭

অনলাইন ডেস্ক

হাওয়ায় উড়ছে ঝরা পাতা আর বিগত দিনের আশ্বাস
নতুন বাতাস, নতুন আকাশ হাওয়ায় ছড়াল বিশ্বাস।
ঘূর্ণির মতো বয়ে যায় বায়ু, স্নায়ুর ওপরে আছড়ে
জল ঝরে পড়ে সৃজন বিন্দু, কম্পন জাগে বৃক্ষের সাঁকে
ফিরবে পাখিরা ঝড়ের পরে, ঢেউয়ের মতন অবিরাম কলরবে
জাগে কোলাহল মাটিতে-আকাশে, মানুষের দেহে সবুজে
মেঘে ছেয়ে গেছে ঈশান কোণের বিদ্যুৎ বিভা ছড়িয়ে
যেন বা কোনো কবির রোদন ঝরে হাহাকার সৃষ্টির তরে।

 

বেজে উঠছে মৃত্তিকাভেদী কার যে বিশাল হস্ত
মেঘ ছুঁতে চায় আকাশে-বাতাসে উদয় এবং অস্ত।
এত ঘূর্ণি এত বৃষ্টি এ তো কেবল কম্পন
সৃজনের মহাবেগে ঐ বৈশাখী ঝড়ের আয়োজন
শিহরণ ওঠে শরীরে, স্নায়ুতে আয়ুর আবেগে ঝনঝন
রক্তের স্রোতে বইছে কেবল সৃষ্টির মহাগুঞ্জন।

Advertisement