রবীন্দ্র-পুরস্কার-২০১৫

পাচ্ছেন সনৎকুমার সাহা ও সাদী মহম্মদ

Looks like you've blocked notifications!

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলা একাডেমি আগামী ২৭ বৈশাখ ১৪২২/১০ মে ২০১৫ রবিবার বিকেল ৪টায় একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে স্মারক বক্তৃতা, রবীন্দ্র পুরস্কার-২০১৫ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করবেন একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। রবীন্দ্রবিষয়ক বক্তব্য প্রদান করবেন অধ্যাপক হায়াৎ মামুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। 

সাংস্কৃতিক পর্বে রয়েছে বিশিষ্ট শিল্পীদের কণ্ঠে রবীন্দ্রসংগীত ও রবীন্দ্রকবিতার আবৃত্তি পরিবেশনা।

এদিকে, রবীন্দ্র-পুরস্কার-২০১৫ ঘোষণা করেছে বাংলা একাডেমি। এ বছর পুরস্কার পেয়েছেন অধ্যাপক সনৎকুমার সাহা ও শিল্পী সাদী মহম্মদ। আগামী ২৭ বৈশাখ ১৪২২/১০ মে ২০১৫ রবিবার বিকেল ৪টায় একাডেমি আয়োজিত রবীন্দ্রজন্মবার্ষিকীর অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হবে।