প্রকৃতিই মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু

Looks like you've blocked notifications!
চিত্রশিল্পী ও নাট্য পরিচালক নাজমুল হক বাপ্পী। ছবি : সংগৃহীত

নাজমুল হক বাপ্পী তরুণ নাট্যনির্মাতা হিসেবে পরিচিতি পেলেও তিনি মূলত চিত্রশিল্পী। আসছে ২৭ জানুয়ারি, ২০১৭ ধানমণ্ডির আলিয়ঁস ফ্রসেজ দো ঢাকায় শুরু হবে তাঁর নবম একক চিত্রপ্রদর্শনী। এটি চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এর আগে বাপ্পী দেশে পাঁচটি ও বিদেশে তিনটি একক চিত্রপ্রদর্শনী করেছেন। আর গ্রুপ শো করেছেন ৫০টির বেশি।

জানুয়ারির প্রদর্শনী সম্পর্কে এনটিভি অনলাইনকে নাজমুল হক বাপ্পী বলেন, ‘এই প্রদর্শনী আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ, এর জন্য আমি দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে প্রস্তুতি নিচ্ছি। এবার চিত্রপ্রদর্শনীর মূল বিষয় হচ্ছে প্রকৃতি। আমার মতে, প্রকৃতির কোনো সীমারেখা নেই। পৃথিবীর সব প্রকৃতির মাঝে আশ্চর্য মিল রয়েছে। আর প্রকৃতিই মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। একটা চিত্রপ্রদর্শনী কোনো অংশেই একটা চলচ্চিত্র থেকে কম নয়। একটা সিনেমায় যেমন গল্প থাকে, মেসেজ থাকে, তেমনি একটা চিত্রপ্রদর্শনীতেও এর থেকে বেশি মেসেজ বা গল্প থাকতে পারে।’

জানুয়ারির চিত্রপ্রদর্শনী নিয়ে বাপ্পী বলেন, ‘জানুয়ারির ২৭ তারিখের ওই প্রদর্শনীতে আমি আমার শিক্ষক, বন্ধু, ভক্তসহ সবাইকে আসতে অনুরোধ করছি। আশা করি, আপনাদের সামনে নতুন কিছু নিয়ে হাজির হতে পারব।’

নাজমুল হক বাপ্পী ছবি সাধারণ মানুষের জন্য আঁকেন বলে জানান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএফএ ও এমএফএ শেষ করেছেন কৃতিত্বের সঙ্গে। এখন তিনি সম্পূর্ণ সরকারি বৃত্তি নিয়ে চীনে উচ্চতর ডিগ্রি নিচ্ছেন। এত দিন একক নাটক নির্মাণ করলেও এখন ধারাবাহিক নাটক নিয়েও কাজ করার ইচ্ছা আছে তাঁর।