রৌদ্রছায়া-রূপান্তর সাহিত্য সম্মাননা পেলেন ১০ কবি-সাহিত্যিক

রৌদ্রছায়া রূপান্তর সাহিত্য সম্মাননা পেয়েছেন ১০ কবি-সাহিত্যিক। নবীন লিখিয়েদের অগ্রাধিকার দিয়ে এই সম্মাননা ঘোষণা করা হয় আগস্টের মাঝামাঝিতে। আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ ডাকবাংলো মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাদের এই সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সাউথইস্ট ব্যাংকের ভারপ্রাপ্ত নির্বাহী সাইফুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব মনজুরুর রহমান।
এতে বিশেষ অতিথি ছিলেন প্রাবন্ধিক রনজিৎ মদক, কবি দীপক ভৌমিক, কবি সৈয়দ আহসান কবীর, ফতুল্লা জেনারেল হাসপাতালের চেয়ারম্যান রাফিউল হাকিম মহিউদ্দিন ও নারায়ণগঞ্জ সাহিত্য সংস্কৃতি পরিষদ সভাপতি গোবিন্দ লাল সরকার।
সাহিত্যের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন কবি ও কণ্ঠশিল্পী এস এ মানিক ও কবি এনাম রাজু। স্বাগত বক্তব্য দেন রূপান্তর লিভিং লিমিটেডের চেয়ারম্যান মাহামুদুল হাসান ও শিশুসাহিত্যিক বদরুল আলম।
সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী সোহাগ রহমত ও আতাউর রহমান। ছড়াশিল্পী মানিক চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি ও কথাশিল্পী ফরিদুল মাইয়ান।