কলকাতায় প্রাণের বাংলাদেশ বই মেলা শুরু

Looks like you've blocked notifications!

কলকাতার কলেজ স্ট্রিটে আজ সোমবার (৪ ডিসেম্বর) থেকে ১০ দিনব্যাপী বাংলাদেশ বইমেলা শুরু হচ্ছে। বাংলাদেশি লেখকদের বিভিন্ন বই নিয়ে আয়োজিত এই মেলা চলবে আগামী ১৩ ডিসেম্বর শেষ হবে। এবারের মেলায় অংশ নিচ্ছে বাংলাদেশের ৬৫টি প্রকাশনা প্রতিষ্ঠান।

কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ছাড়াও কলেজ স্ট্রিটে রয়েছে কলকাতা মেডিকেল কলেজের মতো প্রাচ্যের অন্যতম বিখ্যাত সব শিক্ষা প্রতিষ্ঠান। আর সেই শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরে ভারতের সবচেয়ে ব্যস্ততম বইয়ের বাজার গড়ে উঠেছে ঐতিহাসিক কলেজ স্ট্রিটে। এখানে রয়েছে মান্না দের সেই বিখ্যাত গানের কফি হাউজও।

এবারের ১১তম বাংলাদেশ বই মেলায় ৬৫টি প্রকাশনী সংস্থা অংশ নিচ্ছে। এবারে ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ নামাঙ্কিত একটি স্টল সাজানো হয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই ও তার স্থিরচিত্রে। এ ছাড়াও প্রতি সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে আয়োজন করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠানের।

এ বিষয়ে কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস বলেন, প্রত্যেকদিন বিকেল বেলায় বইয়ের বিভিন্ন টপিক ও সাহিত্যের বিষয় নিয়ে সেমিনার হবে। এছাড়াও প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।

আয়োজকেরা জানিয়েছেন, প্রতিদিন সন্ধ্যায় বইমেলার মঞ্চে থাকবে সেমিনার, কবিকণ্ঠে আবৃত্তি, সংগীতানুষ্ঠান, নৃত্য, নাটক ইত্যাদি। থাকবে লেখক, পাঠক এবং প্রকাশকদের মুখোমুখি অনুষ্ঠান। এসব অনুষ্ঠানে যোগ দেবেন ঢাকা ও কলকাতার বিশিষ্টজনসহ সাংস্কৃতিক জগতের তারকারা।
 
কলকাতায় বাংলাদেশ বইমেলা হওয়ার খবরে উচ্ছ্বসিত স্থানীয় পাঠকসমাজ। মেলা শুরুর আগেই অনেকেই হাজির বাংলাদেশি বইয়ের খোঁজ করতে। এক ব্যক্তি বলেন, বাংলাদেশি বই মেলা নিয়ে সবাই আগ্রহী থাকে। আশা করছি সবাই বইমেলাতে আসবেন।

এবার ১১ বছরে পা দিচ্ছে বাংলাদেশ বইমেলা। ২০১১ সালে এই বইমেলা কলকাতার নন্দন চত্বরের গগনেন্দ্র প্রদর্শনশালা মিলনায়তনে প্রথম শুরু হয়েছিল।