অমর একুশে গ্রন্থমেলা নিয়ে সংবাদ সম্মেলন কাল

Looks like you've blocked notifications!
অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে চলছে শেষ সময়ের প্রস্তুতি (বামে) ও বাংলা একাডেমির ভবন। ছবি : এনটিভি

ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিন থেকে শুরু হচ্ছে ‘অমর একুশে গ্রন্থমেলা ২০২৪’। আর বাকি মাত্র দুদিন। মেলায় অংশ নিতে প্রকাশনা প্রতিষ্ঠানগুলো তাদের স্টল-প্যাভিলিয়ন নির্মাণ, সাজসজ্জার কাজ দ্রুত গতিতে এগিয়ে  নিচ্ছেন। এই মেলার আয়োজনে আছে বাংলা একাডেমি। সার্বিক প্রস্তুতি নিয়ে কথা বলবে তারা। এ জন্য ডাকা হয়েছে সংবাদ সম্মেলন।

বাংলা একাডেমির তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগের জনসংযোগ কর্মকর্তা সমীর কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ সোমবার (২৯ জানুয়ারি) এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় এই সংবাদ সম্মেলন শুরু হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মঙ্গলবার প্রতিষ্ঠানটির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে মেলার সার্বিক প্রস্তুতির বিষয়ে জানাবেন একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। এ সময় তিনি মেলার বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।