উৎসবমুখর বইমেলা, তুলনামূলক বেড়েছে বিক্রি

Looks like you've blocked notifications!
অমর একুশে বইমেলা। ছবি : এনটিভি

দেখতে দেখতে পার হয়ে গেল অমর একুশে বইমেলার চতুর্থ দিন। করোনা, করোনা পরবর্তী টানাপোড়েনের পর এবার ছন্দ ফিরে এসেছে মেলায়। অন্যান্য বারের প্রথম পাঁচ দিনের তুলনায় এবারের পাঁচ দিন কিছুটা অন্যরকম। বেচাকেনাও বেশি, দর্শক-পাঠক-ক্রেতাও বেশি বলে জানিয়েছেন বিভিন্ন স্টল ও প্যাভিলিয়নের কর্মীরা।

আজ বইমেলার মাঠে গিয়ে দেখা গেছে, সন্ধ্যার দিকে অনেকটাই জমজমাট সোহরাওয়ার্দী উদ্যান। মেলার এই অংশে সব বয়সীদের ভিড় দেখা গেছে। যদিও আজ ছিল সাপ্তাহিক কর্ম দিবসের প্রথম দিন।

মেলায় আসা মেহরুমা তানজুম বলেন, প্রাইভেট কোম্পানিতে কাজ করি। অফিস থেকে সোজা এখানে চলে এসেছি। তিনি আরও জানান, একটি গল্পের বই কিনেছেন। তার পরিচিত লেখকের লেখা বই। এ ছাড়া আরও কিছু বই কিনবেন তিনি। কিন্তু, মেলায় নতুন বই এখনও সেভাবে আসেনি বলে মনে হয়েছে তার। তাই আরও কিছু দিন পর আবার এসে বই কিনবেন।

সব্যসাচী প্রকাশনীর প্রকাশক শতাব্দী ভব বলেন, প্রথম প্রথম জমতে কিছুটা সময় লাগে। এরইমধ্যে তার স্টলে নতুন বেশ কিছু বই চলে এসেছে। ব্যস্ত সময় কাটছে। খুব দ্রুতই বাকিগুলো চলে আসবে। বিক্রি হচ্ছে মোটামুটি। অন্তত গতবারের তুলনায়।

লিটলম্যাগ চত্বরে আজও অনেক স্টলেই ওঠেনি লিটলম্যাগ। তবে, গত কয়েকদিনের তুলনায় এই চত্বরে লোক সমাগম ছিল বেশি। গল্প, গানে, আড্ডায় অনেকে ছিলেন মেতে। শিশুদের চত্বরেও শিশুকিশোরের কিচিরমিচির ছিল দেখার মতো। হাতে কিছু বই নিয়ে আবারও অভিভাবকদের কাছে বই কিনে দেওয়ার বায়নাও করতে দেখা গেছে আজ।