মুশতাক-তিশার পর এবার ডা. সাবরিনার নামে দুয়োধ্বনি

Looks like you've blocked notifications!

বন্দিনী জীবনের কথা নিয়ে সমালোচিত ডা. সাবরিনা হুসেন মিষ্টির প্রথম প্রকাশিত গ্রন্থ ‘বন্দিনী’ এবারের বইমেলায় পাওয়া যাচ্ছে। নেতিবাচক কর্মকাণ্ডের জন্য  করোনাকালে ডা. সাবরিনা ছিলেন সারাদেশে অত্যন্ত পরিচিত মুখ। তিন বছর ছিলেন জেলেও।

সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। যেখানে দেখা যায় পাঠকদের উৎসাহিত করতে নিজেই স্টলে অবস্থান করছিলেন তিনি। তবে একদল উৎসুক দর্শনার্থীদের রোষানলে পড়তে হয় তাকে। হঠাৎ একদল দর্শনার্থী তার স্টলের সামনে এসে ‘ভুয়া ভুয়া’ বলে দুয়োধ্বনি দিতে থাকে।

এ সময় দর্শকদের বলতে শোনা যায়, ‘এই সাবরিনা করোনার সময় জনগণকে ঠকিয়েছে। তার বই কেউ কিনছে না। তবে তাকে দেখতে ভিড় করছে সবাই।’ দর্শকদের পরিমাণ বেশি হলেও কোনো অপ্রতিকর ঘটনা ঘটেনি।

করোনাভাইরাসের নমুনা পরীক্ষা না করেই জাল রিপোর্ট দেওয়ার অভিযোগে করা মামলায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান চিকিৎসক সাবরিনা চৌধুরীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছিল। সেই মামলায় তিনি তিন বছর কারাগারে ছিলেন।