শফিক রিয়ানের ‘বিষাদের ছায়া’ এখন বইমেলায়

Looks like you've blocked notifications!

মধ্যবিত্তের অলংঘনীয় এক যন্ত্রণার গল্প নিয়ে সেজে উঠেছে উপন্যাস ‘বিষাদের ছায়া’। শফিক রিয়ানের লেখা উপন্যাসটি অমর একুশে বইমেলায় নিয়ে এসেছে দুয়ার প্রকাশনী, যার প্রচ্ছদ করেছেন শাহাদাত হোসেন।

নতুন বই প্রকাশের বিষয়ে লেখক শফিক রিয়ান জানান, পারুলের কাছে নিজেকে মেঘের মতো মনে হচ্ছিল। সে মেঘ, অসীম নীল আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘ। যে মেঘ কেবল আকাশের বুকে ঘুরেই বেড়ায়, বৃষ্টি হয়ে ঝরে পড়ে না। না থাকুক, উপন্যাস নিয়ে আর বেশি কিছু না বলি। আমি চাচ্ছি আমার প্রিয় পাঠকরা মেলা থেকে বই সংগ্রহ করে ‘বিষাদের ছায়া’র গল্পটা সবার সাথে ভাগাভাগি করুক। গল্পটা হয়ে উঠুক মধ্যবৃত্ত শ্রেণির উপাখ্যান।

১৪০ পৃষ্ঠার বইটির মূল্য ধরা হয়েছে ৩৪০ টাকা। বইমেলায় দুয়ার প্রকাশনীর ৩৫৬ নম্বর স্টলে বইটি ২৫ শতাংশ ছাড়ে পাওয়া যাচ্ছে বলে প্রকাশক মো. হৃদয় হোসেন জানান।

‘বিষাদের ছায়া’ শফিক রিয়ানের তৃতীয় উপন্যাস ও পঞ্চম বই। তার অন্যবইগুলোরা মধ্যে আছে—আজ রাতে চাঁদ উঠবে না (২০২১), মেঘ বিষাদের দিন (২০২২), বিধ্বস্ত নক্ষত্র (২০২২) ও নিষিদ্ধ করে দাও সূর্যাস্ত (২০২৩)।