তারকার বই

নকুল কুমার বিশ্বাসের ‘মায়ের ভাষায় গাঁয়ের গান’ আসছে বইমেলায়

Looks like you've blocked notifications!

বরেণ্য কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস। শুধু কণ্ঠশিল্পী হিসেবেই নয়, খ্যাতির জ্যোতি ছড়িয়েছেন গীতিকার, সংগীত পরিচালক হিসেবেও। লিখেছেন ‘ছন্দ নাটিকা’, ‘ছড়ার ছড়াছড়ি’, ‘গানের মাঝে প্রাণের কথা’, ‘নকুলের এভারেস্ট বিজয়’, ‘ছোট নকুলের বড় বড় ব্যবসা!’, ‘এক দমের কবিতা’ শিরোনামে বই। আর এবার অমর একুশে বইমেলায় আসছে তার আরেকটি বই ‘মায়ের ভাষায় গাঁয়ের গান’।

নকুল কুমার বিশ্বাস ফেসবুক ভেরিফায়েড পেজে আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) জানিয়েছেন নতুন বইয়ের তথ্য। পোস্টে তিনি লিখেছেন, ‘প্রিয় বন্ধুরা, জীবন-মৃত্যুর মাঝে দাঁড়িয়ে, এতবড় ঘাত প্রতিঘাতের পরেও মহান একুশে ফেব্রুয়ারি বইমেলা-২০২৪ এ আনছি 'মায়ের ভাষায় গাঁয়ের গান'।

মিজান পাবলিশার্সের প্রকাশনায় 'মায়ের ভাষায় গাঁয়ের গান' ২১শে ফেব্রুয়ারি হতে বইটি পাওয়া যাবে।’

নকুল কুমার বিশ্বাস ১৯৬৫ সালে মাদারীপুর জেলার দত্ত কেন্দুয়া ইউনিয়নের পূর্ব কলাগাছিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। সুরেন্দ্র নাথ বিশ্বাস এবং মাতার মঙ্গলী দেবীর পাঁচ ছেলে ও এক মেয়ের মধ্যে তিনি পঞ্চম সন্তান। ১৯৯৬ সালে বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে প্রচারিত তার গাওয়া ‘বিয়া করলাম ক্যানরে দাদা, বিয়া করলাম ক্যান’ গানটি ব্যাপক সাড়া ফেলে।