বইমেলায় আমীর খসরু স্বপনের কাব্যগ্রন্থ ‘তরুণ শিল্পীর ক্ষয়ে যাওয়া চোখ’

Looks like you've blocked notifications!

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কবি আমীর খসরু স্বপনের কাব্যগ্রন্থ ‘তরুণ শিল্পীর ক্ষয়ে যাওয়া চোখ’। আমীর খসরু স্বপন কবিতার ঘোরে কাটিয়ে যাচ্ছেন শাহবাগ, ছবির হাট, কাঁটাবনে একটি মানবজীবন। এই শাহবাগই তাকে শিল্প সচেতন করেছে। শিল্পের জন্য শিল্প নয়, মানুষের জন্য শিল্প— এই বোধকে ধারণ করে, জীবনের সমস্ত বদনাম কাঁধে নিয়ে তিনি চলেন শিল্পের পবিত্রতার সন্ধানে।

কাব্যগ্রন্থটির বিষয়ে তিনি বলেন, ‘সময় এবং স্থান-এর ধারাবাহিকতাকে আমি কখনো অস্বীকার করি না। কারণ এটা না মানলে আমার ইতিহাসটা আর থাকবে না। আর এটা মেনে নিয়েই আমার চলা। এমনকি, তার ভেতরেই আমি উঁকিঝুঁকি দিই আমার অবস্থানকে স্পষ্ট করে জেনে নেওয়ার জন্য। এটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে। আর এ দায়িত্বকে আমি অনিবার্য মনে করি। সেই অর্থে এই কাব্যগ্রন্থটিকে একটি সময়কালের পরিভ্রমণ বলাই যুক্তিযুক্ত। যেখানে নানা তর্ক-বিতর্কের মধ্যে আমি আমার সময়কালকে উদযাপন করেছি অজস্র ঘটনাপঞ্জির মধ্য দিয়ে। আমার ধারণা এই জার্নি বা পরিভ্রমণের ভেতর দিয়ে প্রকৃত পাঠকও একটি নতুন অভিজ্ঞতা লাভ করবেন।’

কাব্যগ্রন্থটিতে ৪১টি কবিতা রয়েছে। প্রকাশ করেছে ‘এডুসেন্ট্রিক’। প্রচ্ছদ এঁকেছেন অরণ্য মমাই। পৃষ্ঠা সংখ্যা ৫৩। মূল্য ২৫০ টাকা। পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলার ৫৩ (ক) নম্বর স্টলে এবং রাজধানীর কাঁটাবনস্থ কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্সে।

আমীর খসরু স্বপনের জন্ম জন্ম ১৯৭১ সালের ৩১ ডিসেম্বর। ১৯৯৭ সালে বাংলা একাডেমির তরুণ লেখক প্রকল্পে অংশগ্রহণ করেন। তিনি মূলত নব্বই দশকের কবি এবং ছোটকাগজ আন্দোলনের সক্রিয় কর্মী। কবিতার পাশাপাশি তিনি বিভিন্ন একাডেমিক জার্নালে প্রবন্ধ লিখে চলেছেন। বর্তমানে তিনি গবেষণামূলক জার্নাল ‘মুন্সিয়ানা’ও সাহিত্য পত্রিকা ‘কবিতার রাজপথে’র সম্পাদনার সঙ্গে সম্পৃক্ত। ‘তরুণ শিল্পীর ক্ষয়ে যাওয়া চোখ’তার চতুর্থ কবিতার বই। এর আগে প্রকাশিত তার কাব্যগ্রন্থ তিনটি হলো— ‘ঘুমপর্বতের হাওয়া’, ‘বিবস্ত্র দুপুরের শবগাড়ি’, ‘বিড়ালের মতো ঘরে ফেরা’।