অভিজিৎ সেনগুপ্তের নাট্যবিষয়ক প্রবন্ধসংকলন প্রকাশ কলকাতায়
দেশের অন্যতম নাট্যদল নান্দীমুখ এর দলীয় প্রধান এবং নাট্যপত্রিকা ফ্রন্টলাইন থিয়েটারের সম্পাদক অভিজিৎ সেনগুপ্তর নির্বাচিত আটটি প্রবন্ধ নিয়ে কলকাতার অনুপমা প্রকাশনী নববর্ষে প্রকাশ করছে প্রবন্ধ সংকলন ‘নাটকের জন্য জনগণ, নাকি জনগণের জন্য নাটক।’
কলকাতায় সম্প্রতি দে’জ বইঘর, বিদ্যাসাগর ভবন, কলেজ স্ট্রিটে গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য নাট্যকার চন্দন সেন ও সলিল সরকার। এই গ্রন্থের মুখবন্ধ লিখেছেন বিশিষ্ট নাট্যগবেষক ড. আশিস গোস্বামী।
বইটির প্রচ্ছদশিল্পী রাজীব দত্ত এবং আলোকচিত্রী রঞ্জু সরকার। আলোচকরা বলেন, অভিজিৎ সেনগুপ্ত আমাদের দুই বাংলার নাট্যজগতে অতি পরিচিত নাম ও বন্ধুজন। বাংলাদেশের চট্টগ্রামে অবস্থান করে দীর্ঘকালের নাট্যচর্চা, সঙ্ঘচর্চা এবং শিল্পের সাথে জীবনের সংযোগ ঘটাচ্ছেন লড়াইয়ের মধ্য দিয়ে; যেখানে চলে আসে দ্বন্দ্ব ও বিশ্লেষণ। অভিজিৎ এর গবেষণাধর্মী লব্ধ প্রবন্ধ বহমান বৃহত্তর বঙ্গ নাট্যসংস্কৃতির ভাণ্ডারে এই বিশেষ অধ্যায় সংযোজন করবে নিঃসন্দেহে।
আলোচকরা আরোও বলেন, যে সকল বন্ধুরা নাট্য শিল্পচর্চায় গভীর অন্বেষণের চেষ্টা করে চলেছেন, তাঁদের কাছে এই গ্রন্থ পঠিত ও সমাদৃত হবে। গ্রন্থটি শিগগিরই বাংলাদেশের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে।