চারুকণ্ঠের ৩০ বছর পূর্তি উপলক্ষে আবৃত্তি-আড্ডা
চারুকণ্ঠ আবৃত্তি সংসদের ৩০ বছর পূর্তি উপলক্ষে আবৃত্তি-আড্ডা যেন আবৃত্তিশিল্পী-কর্মীদের মিলনমেলায় রূপ নেয়। রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় এ আয়োজনে চারুকণ্ঠের সদস্যরা ছাড়াও বিভিন্ন আবৃত্তি সংগঠনের সদস্য ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে চারুকণ্ঠের প্রতিষ্ঠাকালীন সদস্য ও এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকনের প্রয়াণে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর স্বাগত বক্তব্য দেন নির্বাহী সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক জিএম মোরশেদ। চারুকণ্ঠকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন আবৃত্তিশিল্পী মাসুদুজ্জামান, আজহারুল হক আজাদ, মাসকুর-এ সাত্তার কল্লোল ও রফিকুল ইসলাম।
এরপর শুরু হয় আমন্ত্রিত ও চারুকণ্ঠের শিল্পীদের আবৃত্তিপর্ব। চারুকণ্ঠের সদস্যদের মধ্যে আবৃত্তি পরিবেশন করেন জহিরুল ইসলাম, খোশনূর তাবাসসুম মুন্নী, ফারজানা জাবিন ফারহা, আসমা মালিহা, পদ্মাবতী দেবী, মোফাজ্জল হোসেন সবুজ, শাফিন মুরাদ, সুলতানা পারভীন শিমুল, আনোয়ার পারভেজ ও জিএম মোরশেদ।
আমন্ত্রিত শিল্পীরা ছিলেন সিফাত সালাম, মাহমুদুল হাকিম তানভীর, নাসিরউদ্দিন পিটু, রবিউল ইসলাম রবি, জালালউদ্দিন হীরা, ফারজানা এলি, কাজী রাজেশ, শফিউল গণি, আমিরুল বাসার, সুবর্ণা আরফিন, শামীম মহিউদ্দিন, আকতার হোসেন, মুহা. সিদ্দিকুর রহমান পারভেজ, শামীমা তন্দ্রা, মজুমদার বিপ্লব, কান্তি কানিজা, দি রেইন, মাসকুর-এ সাত্তার কল্লোল, ফয়জুল আলম পাপপু ও রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারুকণ্ঠের সভাপতি অধ্যাপক নিরঞ্জন অধিকারী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রশান্ত অধিকারী। সবশেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। বিভিন্ন সংগঠনের সদস্যদের উপস্থিতিতে চারুকণ্ঠের এই অনুষ্ঠান আবৃত্তিশিল্পী-কর্মীদের মিলনমেলায় আনন্দ-আড্ডায় পরিণত হয়।