ঢাবির বকুলতলায় বর্ণিল আয়োজনে বসন্ত বরণ

দখিনা বাতাস আর নাতিশীতোষ্ণ আবহাওয়ার মধ্যে প্রকৃতির বুকে ঋতুরাজ বসন্তের আগমন ঘটেছে আজ শুক্রবার (১৪ ফেবুয়ারি)। তার ওপর পয়লা ফাল্গুনে ভালোবাসা দিবস হওয়ায় দিনটি নানাভাবে উদযাপন করছে দেশের মানুষ।
ছন্দ, সুরে চলছে বসন্তবরণ উৎসব। আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলার বকুলতলায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় ‘বসন্ত উৎসব ১৪৩১’। বসন্ত ভালোবাসার আমেজে সবাই মেতেছে এ উৎসবে। সকালে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে চলে এই আয়োজন।
ঢাবির চারুকলা অনুষদের বকুলতলার আয়োজনে সমবেত গান, নৃত্য পরিবেশনা, একক পরিবেশনা, শিশু-কিশোর ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের পরিবেশনা নিয়ে সাজানো হয়েছে ‘এসো মিলি প্রাণের উৎসবে’ শিরোনামের এ আয়োজন।
নতুন প্রজন্মের কাছে দেশের ঋতুভিত্তিক উৎসব ছড়িয়ে দিতে প্রতি বছরই এ উৎসবের আয়োজন করে আসছেন বলে বক্তব্যে জানিয়েছে জাতীয় বসন্ত উৎসব উদ্যাপন পরিষদের সদস্যরা।
জুলাই অভ্যুত্থান আমার দ্রোহ-ভালোবাসার গানের ব্যানারে ঢাবির কলাভবনে সমগীত আয়োজিত ‘সমগীত বসন্ত উৎসব ১৪৩১’ দিয়ে শুরু হয় বসন্তের গান ও নৃত্য পরিবেশন। এ সময় লোকগীতির পাশাপাশি, পাহাড়ি জনগোষ্ঠীর সংগীতও পরিবেশন করেন শিল্পীরা।
শুরুতে পাঠশালার নৃত্যশিল্পীরা নাচ পরিবেশন করেন। একইসঙ্গে পাহাড়ি ও চা বাগানের থিমের সুর থেকে নেওয়া গানে অংশ নেন সমগীতের শিল্পীরা।