সাংবাদিক ও লেখকরা পেলেন বইমেলা সেরা পুরস্কার ২০২৫

১২ জন লেখক পেলেন ‘বইমেলা সেরা বই পুরস্কার ২০২৫’। পুরস্কারপ্রাপ্তরা হলেন আবিদ আজম, সাবরিনা শুভ্রা, মো. মেহেদী হাসান, জয়শ্রী দাস, মাহবুব নাহিদ, হোমায়রা মোর্শেদা আখতার, ফাতেমা কাওসার, শিমুল পারভীন, জাকির মুরাদ, মোরশেদ কমল, মোহাম্মদ কুতুবউদ্দিন ও ফারজানা ইসলাম।
অমর একুশে বইমেলার বিশেষ বুলেটিন ছুটির দিনের বইমেলা প্রবর্তিত এই পুরস্কারে এবার সেরা রিপোর্টার ও জুলাই সাহিত্য নামে দুটি নতুন ক্যাটাগরি যুক্ত হয়েছে। প্রথমবারের মতো সেরা রিপোর্টার পুরস্কার পেলেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক মোস্তফা মতিহার।
শনিবার (২২ মার্চ) বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্তদের হাতে এই পুরস্কার তুলে দেন প্রধান অতিথি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
লেখক এ কে এম রেজাউল করিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জাসাসের সাবেক সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা চৌধুরী ও কবি আসাদ কাজল।
স্বাগত বক্তব্য দেন শিশুসাহিত্যিক মামুন সারওয়ার, কবি ইমরান মাহফুজ, ছুটির দিনের বইমেলার সম্পাদক দীপান্ত রায়হান।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, লেখকদের এই পুরস্কার তাদের দায়িত্ববোধ অনেক বাড়িয়ে তুলেছে। আর বইমেলার রিপোর্ট করা সাংবাদিকদেরও ধন্যবাদ জানাই। কারণ সাংবাদিকরা যদি যদি ভালো বই ও লেখকের খবর না তুলে ধরতেন, তাহলে আমরা একুশে বইমেলার অনেক গুরুত্বপূর্ণ সংবাদ পেতাম না।
জাসাস এর সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী বলেন, মেধাবীদের কাছেই জিয়াউর রহমান বাংলাদেশের নেতৃত্ব তুলে দিয়েছিলেন, বর্তমানে সেই কাজটাই লক্ষ্য করা যাচ্ছে মেধাবী শিক্ষার্থীদের মাঝে। জিয়াউর রহমানের চেতনা আজকের বাংলাদেশের অভ্যুত্থানের চেতনা। খালেদ মোশাররফের ক্যু এর মাধ্যমে জিয়াউর রহমানকে বন্দি করা হয়। সিপাহি জনতা জিয়াকে মুক্ত করেছিলেন। আর ২৪ এর ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার কারাগার থেকে খালেদা জিয়া মুক্ত হয়েছেন। সিপাহী জনতার আন্দোলন আর ২৪ এর অভ্যুত্থান একটা আরেকটার সাথে মিলে যায়।
ছুটির দিনের বইমেলার সম্পাদক দীপান্ত রায়হান বলেন, ‘আমাদের সামগ্রিক জীবনে বড় ধরনের পরিবর্তনের হাওয়া লেগেছে। এই পরিবর্তিত সময়ে আমরা ভার্চুয়াল অবাস্তব জীবনের সাথে যুক্ত হচ্ছি। বই ও প্রকাশনার আনন্দ থেকে আমরা ক্রমেই দূরে সরে যাচ্ছি। এই দূরত্ব যেন পারষ্পরিক শ্রদ্ধাবোধ, আবেগ-অনুভূতি প্রকাশে বিঘ্ন না ঘটায়, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।’