নিশীথ সূর্য
সংগীত ও উপস্থাপনা দিয়ে ক্যারিয়ার শুরু। বর্তমানে একটি বেসরকারী টেলিভিশনে সাংবাদিকতা করছেন। নৃবিজ্ঞানে স্নাতকোত্তর করেছেন শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিল্মের উপর পড়াশোনা করছেন। তার কথা ও সুরে 'শৈশব' এ্যালবামের জন্য 'শ্রেষ্ঠ নবাগত সংগীত শিল্পী' হিসেবে 'সপ্তম সিটিসেল চ্যানেল আই মিউজিক এ্যাওয়ার্ড' লাভ করেন ২০১২ সালে। ফোক গানে বিটিভির আন্ত:বিভাগ বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় 'স্বর্ণপদক' লাভ করেন ২০০১ সালে। এছাড়া ২০০৪ সালে পশ্চিমবাংলার টিভি চ্যানেল 'তারা বাংলায়' উদিয়মান সংগীতশিল্পী হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। এটিএন বাংলার সংগীত বিষয়ক গেম শো ' শেষ অক্ষর' অনুষ্ঠানে উপস্থাপনার কাজ করেছেন দীর্ঘ আড়াই বছর। বাংলা সংগীত নিয়ে গবেষণা ও নিরীক্ষাধর্মী কাজ করার আগ্রহ রয়েছে।