অধ্যাপক এ কে এম শাহনাওয়াজ
প্রত্নতত্ত্ব বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ১৯৬০ সালের ১৬ ফেব্রুয়ারি ড. এ কে এম শাহনাওয়াজের জন্ম। একই বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগ থেকে ১৯৮২ ও ১৯৮৩ সালে প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করে যথাক্রমে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট থেকে ফারসি ভাষায় সার্টিফিকেট কোর্স সম্পাদন করেন ১৯৮৫ সালে। ফোর্ড ফাউন্ডেশনের বৃত্তি নিয়ে ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৪ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত তাঁর গবেষণা প্রবন্ধের সংখ্যা ২২টি। প্রায় তিন দশকজুড়ে নিরলসভাবে এই দায়িত্ব পালন করে যাচ্ছেন। ড. শাহনাওয়াজের সম্পাদিত ও রচিত গ্রন্থের সংখ্যা অর্ধশতাধিক। প্রায় দুই দশক ধরে বিভিন্ন জাতীয় দৈনিকে রাজনীতি ও সমাজ-সংস্কৃতিবিষয়ক কলাম লিখে আসছেন।