Beta

চারটি বাইকের উৎপাদন বন্ধ করল মাহিন্দ্র

২৭ জুলাই ২০১৫, ১৩:৩৪

লোকসান কমাতে একসঙ্গে চারটি বাইকের উৎপাদন বন্ধ ঘোষণা করেছে মাহিন্দ্র। ছবি : এনডিটিভি

গত বছর গুজব ছড়িয়েছিল অটোমোবাইল নির্মাতা ভারতীয় প্রতিষ্ঠান মাহিন্দ্র-এর টু হুইলার ডিভিশন তাদের ‘পান্টেরো’ বাইকের উৎপাদন বন্ধ করে দিতে পারে। তবে সে সময় এসব গুজব উড়িয়ে দিয়েছিলে মাহিন্দ্র। তবে মেঘ না চাইতেই বৃষ্টির মতো এবার গুজব ছাড়াই চারটি মোটরবাইকের উৎপাদন বন্ধ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।

আশানুরূপ মুনাফা না হওয়ার কারণে ‘পান্টেরো’, ‘ডুউরো’, ‘ফ্লাইটে’ ও ‘কাইন’ মডেলের উৎপাদন বন্ধ করেছে মাহিন্দ্র। এর মধ্যে শুধু পান্টেরো বাদে বাকি সবগুলো হচ্ছে স্কুটার। এ খবর জানিয়েছে এনডিটিভি।

১০০ সিসির ‘পান্টেরো’ মডেলটি বাজারে ছাড়া হয়েছিল ২০১৩ সালে। তবে পান্টেরো মডেলের সঙ্গে একই সময়ে ছাড়া ১০০ সিসির ‘সেঞ্চুরো’ বাইকটি। সেঞ্চুরো জনপ্রিয়তা পাওয়ায় পান্টেরো আশানুরূপ ব্যবসা করতে পারেনি।

ডুউরো ডিজেড মডেলের স্কুটারটি বাজারের অন্য স্কুটিগুলোর সঙ্গে প্রতিযোগিতায় একদমই ভালো করতে পারেনি। এ ছাড়া ফ্লাইটে এবং কাইন মডেলের স্কুটার দুটিও সাড়া ফেলতে পারেনি। এর মধ্যে কাইন ৭১ সিসি এবং ফ্লাইটে ১২৫ সিসি স্কুটার।

ক্রমাগত ক্ষতির কারণেই শেষ পর্যন্ত একসঙ্গে চারটি মডেলের উৎপাদন বন্ধ করে দিতে হয়েছে মাহিন্দ্রকে।

Advertisement