Beta

আসছে হোন্ডা সিবি হর্নেট ১৬০ আর

২৪ নভেম্বর ২০১৫, ১৬:৩৩

ডিসেম্বরে ভারতের বাজারে ছাড়া হবে হোন্ডা সিবি হর্নেট ১৬০ আর। ছবি : এনডিটিভি

আগামী মাসে বাজারে আসছে হোন্ডা সিবি হর্নেট ১৬০আর। প্রথমে ভারতের বাজারে ছাড়া হবে হোন্ডার নতুন এই মোটরসাইকেলটি। কয়েকদিন আগেই বাজারে ছাড়া হয় হোন্ডা সিবি শাইন এসপি।

স্পোর্টস বাইকের জনপ্রিয়তার কারণেই দ্রুতগামীর এসব বাইকের প্রতি আগ্রহ বেড়েছে হোন্ডার। এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

এ বছরের হোন্ডা রেভফেস্টে প্রদর্শন করা হয়েছিল সিবি হর্নেট ১৬০আর মডেলটি। ইয়ামাহা এফজেড এবং সুজুকি জিক্সার মডেলের প্রতিদ্বন্দ্বী হিসেবেই বাজারে নামবে হোন্ডার নতুন এই মোটরসাইকেল।

মোটরসাইকেলটিতে রয়েছে ১৬২.৭১ সিসি ইঞ্জিন। ১৪.৫বিএইচপি এবং ১৪.৬১ এনএম পিক টর্ক। আরো রয়েছে ফাইভ স্পিড গিয়ার বক্স। বাইকটি তৈরি করা হয়েছে হোন্ডা ইকো টেকনোলোজিতে (এইচইটি)।

ডিজাইনের দিক থেকেও বাইকটি বেশ আকর্ষণীয় রয়েছে মনো হেড-ল্যাম্প, ডিজিটাল ইনস্ট্রুমেন্টাল প্যানেল এবং এলইডি টেইল ল্যাম্প।

ভারতের বাজারে বাইকটির দাম ৭৪ থেকে ৮৫ হাজার রুপি হতে পারে বলে আভাস দিয়েছে এনডিটিভি।

Advertisement