ঝিনাইদহে ট্রাকচাপায় নারী নিহত

Looks like you've blocked notifications!
ঝিনাইদহে দুর্ঘটনায় এক নারী নিহতের ঘটনায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী। ছবি : এনটিভি

ঝিনাইদহে ট্রাকের চাপায় রিপ্তি বেগম (৪০) নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন। আজ শুক্রবার সকালে শহরের হামদহ ঘোষপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে দুর্ঘটনাস্থলে গতিরোধক দেওয়ার দাবিতে এক ঘণ্টা সড়ক অবরোধ করে এলাকাবাসী।

নিহত রিপ্তি বেগম সদর উপজেলার নারিকেলবাড়ীয়া গ্রামের তাহিজুল ছিদ্দিক আলীর মেয়ে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, রিপ্তি বেগম তাঁর চাচাতো ভাই আলমগীর হোসেনের সঙ্গে মোটরসাইকেলে জেলা শহর থেকে গ্রামে ফিরছিলেন। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ঘোষপাড়া এলাকায় পৌঁছালে ভুট্টাবোঝায় একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন ওই নারী। এ সময় ট্রাকটি তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। আহত হন মোটরসাইকেল চালক আলমগীর হোসেন।

আহত অবস্থায় আলমগীরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। পুলিশের আশ্বাসে এক ঘণ্টা পর অবরোধ তুলে নেয় তারা।