নিখোঁজ মোয়াজ্জলের সন্ধান চায় তার পরিবার
মো. মোয়াজ্জল হোসেন (১২) নামে এক শিশু গত ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সাইনবোর্ড, তুষারধারা আবাসিক এরিয়া থেকে হারিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজির পরও তাকে আর পাওয়া যায়নি।মোয়াজ্জল একজন বাক-প্রতিবন্ধী। নিখোঁজ মোয়াজ্জলের সন্ধান চান তার পরিবার।নিখোঁজ মোয়াজ্জলের বাবার নাম-মো. সহিদুল ইসলাম। মাতার নাম- হালিমা বেগম। মোয়াজ্জলের বর্তমান বাসা ফতুল্লা থানার সাইনবোর্ড, তুষারধারা আবাসিক এরিয়ায়। মোয়াজ্জলে...
সর্বাধিক ক্লিক