রাজকীয় সম্মানে বিদায় শিক্ষক নাসির আহমেদকে

গলায় ফুলের মালা, সম্মাননা স্মারকসহ নানা উপহার সামগ্রী দিয়ে সুসজ্জিত গাড়ির বহরে করে স্কুল থেকে পৌঁছে দেওয়া হয় বাড়িতে। এ যেন রাজকীয় বিদায়। হাজার হাজার শিক্ষার্থীর জীবন গড়ার কারিগর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইজারদার নাসির আহমেদকে তাঁর বর্ণাঢ্য শিক্ষকতা জীবন শেষে এমন বিদায় দেন বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।বাগেরহাট জেলার রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী পেড়িখালী সরকারি প্রাথমিক...