পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ৯ কোটি ১৭ লাখ টাকা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সগুলো খুলে এ যাবৎকালের সর্বোচ্চ পরিমাণ অর্থ পাওয়া গেছে। আজ শনিবার (১২ এপ্রিল) দিনভর গণনা শেষে মসজিদের ১১টি দানবাক্স থেকে মোট ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা পাওয়া যায়।জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান এই বিপুল পরিমাণ অর্থ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাপ্ত সমুদয় টাকা দ্রুত ব্যাংকে জমা করা হয়েছে।এর আগে...