অতিরিক্ত আইজিপির বাসা থেকে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার
রাজধানীর রমনা এলাকায় পুলিশের এক অতিরিক্ত মহাপরিদর্শকের (অতিরিক্ত আইজিপি) বাসা থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রমনা অফিসার্স কোয়ার্টারের আবু হাসান মুহাম্মাদ তারিক নামের ওই কর্মকর্তার বাসা থেকে গতকাল বুধবার বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়।
রমনা থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ আজ বৃহস্পতিবার সকালে এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, নিহত গৃহকর্মী মৌসুমি আক্তার (১৪) টাঙ্গাইলের বাসিন্দা। এ ছাড়া অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহাম্মাদ তারিক রাজশাহীর সারদায় পুলিশ ট্রেনিং কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত।
রমনা থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, ‘গতকাল বুধবার বিকেল ৫টার দিকে অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহাম্মাদ তারিকের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্য বাসায় যান। এ সময় বাসার দরজা ভেতর থেকে বন্ধ ছিল। অনেকক্ষণ ডাকাডাকির পর দরজা না খোলায় ওই পুলিশ সদস্য বিষয়টি রমনা থানায় জানান। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে বারান্দা থেকে গৃহকর্মী মৌসুমি আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। ওই সময় বাসায় কেউ ছিল না।’
নূর মোহাম্মদ আরও বলেন, ‘প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের জন্য ওই গৃহকর্মীর মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।’