অতিরিক্ত গাড়ির চাপে বঙ্গবন্ধু সেতু সড়কে থেমে থেমে যানজট

Looks like you've blocked notifications!
অতিরিক্ত যানবাহনের চাপে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু সড়কে যানজটে গাড়ির সারি। ছবি : এনটিভি

অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। আজ শুক্রবার সকাল থেকে মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। ফলে মির্জাপুরের গোড়াই থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত বিভিন্ন স্থানে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছে ঈদে ঘরমুখো মানুষ।

এদিকে, মহাসড়কে পশুবাহী খালি ট্রাক ও যাত্রীবাহী বাসের সংখ্যা কয়েক গুণ বেড়ে গেছে। এ ছাড়া বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা প্রায় ৮৯ মিনিট বন্ধ থাকায় এ যানজটের সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

জেলার পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, মহাসড়কে গত চব্বিশ ঘণ্টায় ৪৮ হাজার ৩২১টি গাড়ি আসা-যাওয়া করেছে। যানজট নিরসনে পুলিশ কাজ করে যাচ্ছে। তবে ঢাকামুখী লেনে তেমন গাড়ি না থাকায় প্রায় ফাঁকাই রয়েছে।

তবে ঢাকা থেকে আসা গরুবাহী খালি শত শত ট্রাকের কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে বলে জানান পুলিশ সুপার।