অধ্যাপক গোলাম রহমানের স্ত্রীর মৃত্যুতে পিএসটিসির শোক প্রকাশ
সাবেক প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. মো. গোলাম রহমানের স্ত্রী এবং ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক নাঈম আরা হোসেনের মৃত্যুতে বেসরকারি সংস্থা পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারের (পিএসটিসি) নির্বাহী পরিচালক ড. নূর মোহাম্মদ গভীর শোক প্রকাশ করেছেন। ড. গোলাম রহমান বর্তমানে বেসরকারি সংস্থা পিএসটিসির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন।
আজ বুধবার এক শোকবাণীতে ড. নূর মোহাম্মদ বলেন, নাঈম আরা ছিলেন সদালাপী ও মানুষের কল্যাণকামী একজন সরল মনের মানুষ। তিনি শিক্ষক হিসেবেও তাঁর ছাত্রীদের কাছে ছিলেন অত্যন্ত জনপ্রিয় ।
পিএসটিসির নির্বাহী পরিচালক মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
পিএসটিসির হেড অব প্রোগ্রামস ও জনসংযোগ কর্মকর্তা ডা. মো. মাহবুবুল আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বাসসের পরিচালনা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক গোলাম রহমানের স্ত্রী নাঈম আরা হোসেন গতকাল মঙ্গলবার ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
নাঈম আরা হোসেন করোনায় আক্রান্ত হয়ে গত ৪ জুন থেকে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাঁর পরপর দুবার করোনা নেগেটিভ রিপোর্ট আসে। গত ১৮ জুলাই ভোরে তাঁকে হাসপাতালের গ্রিন আইসিইউতে নেওয়া হয়। গতকাল সেখানেই তিনি মারা যান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক অধ্যাপক গোলাম রহমান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রতিষ্ঠাকালীন বিভাগীয় প্রধান এবং বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যও ছিলেন। এ ছাড়া তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন।