অনুপ্রবেশের সময় ঝিনাইদহে ১৪ জন আটক
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগে ১৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক দালালকেও আটক করা হয়েছে।
মহেশপুরের খালিশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক কামরুল হাসান গণমাধ্যমকে বলেন, আজ শনিবার সকাল পৌনে ৭টার দিকে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় কুসুমপুর সীমান্ত এলাকায় ১২ জনকে আটক করা হয়। এদের মধ্যে চার জন পুরুষ, তিন জন নারী ও পাঁচ জন শিশু।
পরে বেলা ১১টার দিকে পলিয়ানপুর বিওপির বিজিবির একটি টহল দল অনুপ্রবেশের অভিযোগে আরো দুই নারী-পুরুষকে আটক করে। এ সময় তাদের সঙ্গে থাকা বাংলাদেশি এক দালালকেও আটক করা হয় বলে জানায় বিজিবি।
এ নিয়ে গত ১৮ দিনে ভারত থেকে অনুপ্রবেশের অভিযোগে ঝিনাইদহ সীমান্ত এলাকা থেকে অন্তত ৩০২ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে।