অনুমতি ছাড়া ওরসের আয়োজন, কমিটিকে জরিমানা
সরকারি সিদ্ধান্ত অমান্য করে মাজারে ওরসের আয়োজন করায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ এলাকার সিরাজ পাগলার মাজারের খাদেম, পরিচালনা পরিষদের সভাপতি, ইউনিয়ন পরিষদের সদস্যসহ পরিচালনা পরিষদকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মাজার কর্তৃপক্ষকে এ জরিমানা করেন।
এদিকে, করোনাভাইরাস প্রতিরোধে সরকারি সিদ্ধান্তে কিশোরগঞ্জের ভৈরবের সব ব্যবসা প্রতিষ্ঠান, বিপণিবিতান বন্ধ রয়েছে। কিন্তু কাঁচাবাজারগুলোতে ক্রেতা-বিক্রেতারা মুখে মাস্ক ও হাতে গ্লাভস ছাড়াই ক্রয়-বিক্রয় করছেন। শত শত লোকের এই সমাগমে নিরাপদ দূরত্ব ও প্রতিরোধ ব্যবস্থা না মানায় সরকারি সিদ্ধান্তকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে।
আর এসব বিষয়ে মানুষকে উদ্বুদ্ধ করতে সংশ্লিষ্ট এলাকার প্রতিরোধ কমিটি বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও তৎপরতা চোখে পড়ছে না বলে অভিযোগ এলাকাবাসীর।
মাজারে ওরসের আয়োজন সম্পর্কে ভ্রাম্যমাণ আদালতের বিচারক লুবনা ফারজানা জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে গতকাল শুক্রবার রাত ৯টার দিকে তিনি উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের কালিকাপ্রসাদ গ্রামের ওই মাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় ওই মাজারে প্রচুর লোকের সমাগম দেখতে পান। তখন তিনি ওরস কার্যক্রম বন্ধ করে মাজারের খাদেম তাজুল ইসলাম এবং কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য ফুল মিয়াকে আটক করেন।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদেরসহ পরিচালনা পরিষদের সভাপতি মোমেন হাসান এবং পুরো কমিটিকে গণজমায়েত করে সংক্রমণ রোগ ছড়ানোর দায়ে এ জরিমানা করা হয়।