অন্তর্বাসে স্বর্ণের বার, কুষ্টিয়ায় যুবক আটক

Looks like you've blocked notifications!
আজ শনিবার ভোররাতে কুষ্টিয়ার মিরপুরে ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাসে তল্লাশি চালিয়ে সাতটি স্বর্ণের বারসহ তাওয়াবুর রহমানকে আটক করে বিজিবি। ছবি : এনটিভি

কুষ্টিয়ার মিরপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তল্লাশিতে সাতটি স্বর্ণের বারসহ তাওয়াবুর রহমান নামের এক যুবককে আটক করা হয়েছে।

আজ শনিবার ভোর ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী এসবি পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে তাওয়াবুরের অন্তর্বাস থেকে এসব স্বর্ণ উদ্ধার করে কুষ্টিয়ার মিরপুর বিজিবি সেক্টরের ৪৭ ব্যাটালিয়নের একটি দল।

৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, ঢাকা থেকে মেহেরপুর হয়ে একজন চোরাকারবারি ভারতে স্বর্ণ পাচার করছে। এমন সংবাদের ভিত্তিতে ভোর ৫টার সময় কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুষ্টিয়া-মেহেরপুর সড়কে বিজিবির ২ নম্বর ফটকের সামনে ঢাকা থেকে মেহেরপুরগামী এসবি পরিবহনে তল্লাশি চালিয়ে তাওয়াবুরের দেহ তল্লাশি করে অন্তর্বাসে রাখা ৫০০ গ্রাম ওজনের সাতটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। পরে তাঁকে আটক করা হয়।

আজ শনিবার ভোররাতে কুষ্টিয়ার মিরপুরে ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাসে তল্লাশি চালিয়ে তাওয়াবুর রহমান নামের এক যুবকের অন্তর্বাস থেকে সাতটি স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি। ছবি : এনটিভি

আটক তাওয়াবুর রহমানের বাড়ি মেহেরপুর জেলার শুভরাজপুর গ্রামে। আটক স্বর্ণসহ তাওয়াবুরকে মিরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি।

ক্যাপশন ২:

আজ শনিবার ভোররাতে কুষ্টিয়ার মিরপুরে ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাসে তল্লাশি চালিয়ে তাওয়াবুর রহমান নামের এক যুবকের অন্তর্বাস থেকে সাতটি স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি। ছবি : এনটিভি