অপরাধ করলে কাউকে ছাড় নয় : র্যাবের ডিজি
র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, অপরাধ করলে কাউকে ছাড় নয়। অপরাধ করে কেউ পার পাবে না। কিশোর অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি অভিভাবক ও শিক্ষকসহ সমাজের বিভিন্ন পেশার মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
আজ শনিবার দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) হলরুমে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ‘কিশোর অপরাধ বৃদ্ধিতে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার’ নিয়ে এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে র্যাবের ডিজি এ কথা বলেন।
চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, বিশেষত পরিবারে সন্তানদের প্রতি বাবা-মায়ের নজরদারি বাড়াতে হবে। সোশ্যাল মিডিয়ার অপব্যবহার প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। সৃজনশীল কাজে সম্পৃক্তকরণের মাধ্যমে কিশোর অপরাধ কমানো সম্ভব।
র্যাবের মহাপরিচালক বলেন, অনেক দেশের চেয়ে আমরা পার ক্যাপিটা ইনকামে, নারী উন্নয়নে এগিয়ে রয়েছি। ইন্টারনেটে সাইবার ক্রাইম নিয়ন্ত্রণে দেশে আইন রয়েছে। সেই আইনে অপরাধীদের গ্রেপ্তারের পর বিচারও হচ্ছে।
চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, সমাজে একেক সময় একেক অপরাধ দেখা যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারণে আবার সে অপরাধগুলো নিয়ন্ত্রণে আসে। একটা সময় ইভটিজিং বেড়ে গিয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এখন নিয়ন্ত্রণে। জঙ্গিবাদ এখন নিয়ন্ত্রণে।
আইনের বাইরে ও আইনের সংজ্ঞায় যে কেউ অপরাধী হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে র্যাব আগেও কুণ্ঠিত হয়নি, আগামীতেও হবে না বলে উল্লেখ করেন র্যাবের ডিজি।
ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতায় বিচারক ছিলেন ড. এস এম মোর্শেদ, সাংবাদিক লিটন হায়দার, আব্দুল্লাহ তুহিন, কাওসার সোহেলী, সাবেক বিতার্কিক মেহেদী হাসান তামিম।
বিতর্কে ঢাকার শহীদ পুলিশ স্মৃতি কলেজকে পরাজিত করে নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের বিতার্কিকরা চ্যাম্পিয়ন হয়েছেন। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলের সদস্যদের ট্রফি ও সনদপত্র দেওয়া হয়।