অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে কেউ ফায়দা নিতে চায় : আ স ম রব

Looks like you've blocked notifications!
কুমিল্লার নানুয়ার দীঘি এলাকা দেখতে এসে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি আ স ম আব্দুর রব স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। ছবি : এনটিভি

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব বলেন, ‘মন্দিরে হামলাকারী দুষ্কৃতকারীদের খুঁজে বের করতে হবে। অপ্রীতিকর এসব ঘটনা থেকে কেউ ফায়দা নিতে চায়। এসব দুষ্কৃতকারীকে সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে।’

আজ বুধবার দুপুরে কুমিল্লার নানুয়ার দীঘি এলাকা দেখতে এসে আ স ম আব্দুর রব স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

আ স ম আব্দুর রব বলেন, ‘সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে এই দুষ্কৃতকারীদের প্রতিহত করতে হবে। এ ঘটনায় সারা বিশ্বে আজ আমাদের রাষ্ট্রের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে।’

রব আরও বলেন, ‘পূজা উপলক্ষে বারবার বিভিন্ন রকমের ঘটনা ঘটে। ফায়দা নেওয়ার জন্য বিশেষ একটি গোষ্ঠী ওত পেতে থাকে। সরকারও ফায়দা নেওয়ার জন্য মন্দির, গির্জা, প্যাগোডার সুরক্ষা দেয় না। কারণ এই দলীয় সরকার মানুষ চায় না। দলীয় সরকারের পরিণতি এই হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলা। যতক্ষণ দলীয় পরিচয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, চাকরি দেওয়া হবে, দলীয় পরিচয়ে রাতের বেলা ভোট ডাকাতি করে নির্বাচিত হবে, ততক্ষণ পর্যন্ত এই সন্ত্রাস বন্ধ করা যাবে না। সন্ত্রাস বন্ধ করতে হলে ভোট ডাকাতি বন্ধ করতে হবে। দলীয় শাসন বন্ধ করতে হবে।’

উল্লেখ্য, এর আগে কুমিল্লা শহরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তৈরি একটি মণ্ডপে কোরআন অবমাননার অভিযোগ নিয়ে উত্তেজনা দেখা দেয়। এ ঘটনায়  পুলিশ ও বিক্ষুব্ধদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।