লকডাউনের দ্বিতীয় দিন

অপ্রয়োজনে ঘর থেকে বেরিয়ে গ্রেপ্তার ৩৮৩

Looks like you've blocked notifications!
ঈদের পর শুরু হওয়া বিধিনিষেধের দ্বিতীয় দিনে আজ শনিবার সকাল থেকে রাজধানীর মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে তৎপর ছিল আইনশৃঙ্খলা বাহিনী। ছবিটি বিকেলে রাজধানীর গুলিস্তান এলাকা থেকে তোলা। ছবি : ফোকাস বাংলা

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারঘোষিত ১৪ দিনের কঠোর বিধিনিষেধের আজ শনিবার দ্বিতীয় দিনে ৩৮৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

 সন্ধ্যায় ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখারুল ইসলাম বাসসকে এ তথ্য জানান।

এডিসি বলেন, জরুরি প্রয়োজন ছাড়া অহেতুক ঘোরাফেরা করায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৩৮৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৩৭ জনকে ৯৫ হাজার ২৩০ টাকা জরিমানা করা হয়। অপরদিকে ডিএমপি ট্রাফিক বিভাগ ৪৪১টি গাড়িকে ১০ লাখ ৮৩ হাজার টাকা জরিমানা করেছে।

গতকাল শুক্রবার একই কারণে ৪০৩ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০৩ জনকে এক লাখ ২৭ হাজার ২৭০ টাকা জরিমানা করা হয়। ট্রাফিক বিভাগ ৪৪১টি গাড়ির ১০ লাখ ৬০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।

মানুষের চলাচল নিয়ন্ত্রণসহ সব ধরনের  দোকানপাট, গণপরিবহন এবং শিল্পকারখানা বন্ধ  রেখে গতকাল শুক্রবার সকাল ৬টায়  শুরু হওয়া  ১৪ দিনের এ কঠোর বিধিনিষেধ চলবে আগামী ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত।