অবিকৃত ও অক্ষত মিলল ২৫ বছর আগে দাফনকৃত লাশ!
কুষ্টিয়ার কুমারখালীতে বাড়ি তৈরি করার জন্য মাটি কাটতে গিয়ে ২৫ বছর আগে দাফন করা নুরুজ্জামান নামের এক ব্যক্তির মরদেহ অক্ষত অবস্থায় উদ্ধার করার দাবি করেছেন স্থানীয়রা।
গত শুক্রবার বিকেলে উপজেলার যদুবয়রা ইউনিয়নের বহলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুরুজ্জামান পেশায় একজন কাপড় ব্যবসায়ী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বহলবাড়িয়া গ্রামের আতর আলীর ছেলের নতুন বাড়ি বানানোর জন্য মাটি কাটতে গিয়ে এই মৃতদেহ দেখতে পান মাটিকাটা শ্রমিকরা। পরে স্থানীয়রা সবাই এসে মৃতদেহ শনাক্ত করেন এবং সন্ধ্যায় বহলবাড়িয়া কবরস্থানে পুনরায় দাফন করা হয়।
মৃতদেহ শনাক্ত করে নিহতের মামাতো ভাই সানোয়ার জানান, নুরুজ্জামান একজন সৎ কাপড়ের ব্যবসায়ী ছিলেন। প্রায় ২৫ বছর আগে ব্যবসায়িক কাজে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে একদল ডাকাত তাঁকে ধরে কুমারখালী গড়াই নদীর পাড়ে মুখের মধ্যে বিষাক্ত পলিথিন ও গামছা দিয়ে অজ্ঞান করে মালামাল লুট করে ফেলে দিয়ে চলে যায়। পরবর্তী সময়ে খোঁজাখুঁজির পরে নদীর পাড় থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন এবং প্রায় এক মাস পরে চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান। পরে নুরুজ্জামানের লাশ বাড়ির পাশের বাগানে দাফন করা হয়েছিল।
গত শুক্রবার নিহতের চাচাতো ভাই বাড়ি করার জন্য মাটি কাটতে গেলে মৃতদেহটি অক্ষত অবস্থায় পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করে চৌরঙ্গী পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক রাকিব হাসান বলেন, মাটি কাটতে গিয়ে ২৫ বছরের পুরোনো নুরুজ্জামান নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুনরায় দাফন করেছেন স্থানীয়রা। তবে লাশটি পুরাপুরি অক্ষত এবং অবিকৃত অবস্থায় আছে, এমনকি কাফনের কাপড়ও অক্ষত রয়েছে। অদ্ভুত ব্যাপার হলো, কোনো প্রকার দাগও পড়েনি।
এদিকে, ২৫ বছরের পুরোনো মৃতদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এলাকার প্রবীণ লোকজন বলছেন এমন ঘটনা সত্যিই বিরল।