অবৈধভাবে গ্যাস সরবরাহের সন্দেহে ১৪৩ সিলিন্ডারসহ আটক ৩
কুমিল্লায় অবৈধভাবে কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) সরবরাহের সন্দেহে তিন জনকে আটক করেছে র্যাব-১১। আটকরা হলেন- আনোয়ার হোসেন, মো. রিয়াজ ও আবদুর রাজ্জাক। এ সময় তাঁদের কাছ থেকে ১৪৩টি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়।
র্যাবের দাবি, আটক তিন জন সিএনজি ফিলিং স্টেশনের আড়ালে অবৈধভাবে জ্বালানি সরবরাহকারী চক্রের সদস্য।
কুমিল্লার কোম্পানি অধিনায়ক ও র্যাবের উপ-পরিচালক মোহাম্মদ সাকিব হোসেন জানান, গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার জোড়কানন এলাকার ভূইয়া সিএনজি ফিলিং থেকে অবৈধভাবে সিএনজি গ্যাস সরবরাহের সময় ১৪৩টি সিলিন্ডারসহ তিন জনকে আটক করা হয়েছে।
মোহাম্মদ সাকিব এনটিভি অনলাইনকে বলেন, ‘চক্রটি সিএনজি ফিলিং স্টেশনের আড়ালে জ্বালানি সরবরাহের পাশাপাশি বিশেষ পন্থায় কাভার্ডভ্যানের ভিতরে সিলিন্ডার স্থাপন করে। তাঁরা মিটার ব্যতীত মূল লাইন থেকে গ্যাস মজুদ করে। এরপর দেশের যে সব অঞ্চলে গ্যাস সংযোগ নেই, ওই সব এলাকার বিভিন্ন কারখানায় চড়া দামে গ্যাস সিলিন্ডার সরবরাহ করেন।’