অবৈধভাবে ভারত থেকে ফেরার পথে ছয় বাংলাদেশি আটক

Looks like you've blocked notifications!
অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় সাতক্ষীরায় আটক ছয় বাংলাদেশির মধ্যে চারজন। ছবি : এনটিভি

সাতক্ষীরায় চলছে দ্বিতীয় দফার তৃতীয় দিনের লকডাউন। এর মধ্যেই অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় ছয় বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গতকাল রোববার রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত সীমান্তের তলুইগাছা, বৈকারি, হিজলদি ও মাদ্রায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল মাহমুদ জানান, আটক ব্যক্তিরা বিনা পাসপোর্টে বাংলাদেশে ফিরছিলেন। তাঁদের প্রশাসনিক ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

আল মাহমুদ আরও জানান, গত তিন সপ্তাহে সাতক্ষীরা সীমান্তে তিন মানব পাচারকারীসহ ৫৪ জনকে আটক করা হয়েছে।

এদিকে সাতক্ষীরায় ঢিলেঢালাভাবে চলছে লকডাউন। সড়কে পুলিশ থাকা সত্ত্বেও ছোট ছোট যানবাহন চলছে। বাজার-ঘাটেও রয়েছে জনসমাগম। অনেকেই মাস্ক পরছেন না। পুলিশের বাধা ও ভ্রাম্যমাণ আদালতকে এড়িয়ে সড়কে চলাফেরা করছে মানুষ।

এদিকে, সাতক্ষীরায় আজ সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৯৩ জনের নমুনা পরীক্ষায় ৪৪ জনের করোনা পজিটিভ এসেছে। শনাক্তের হার ৪৭ দশমিক ৩১ শতাংশ। সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার এ তথ্য জানিয়েছেন।