অবৈধ বালি উত্তোলনই নদী ভাঙনের প্রধান কারণ : প্রতিমন্ত্রী
যত টেকসই কাজই করা হোক না কেন অবৈধভাবে বালি উত্তোলন বন্ধ করা না হলে নদী ভাঙন বন্ধ হবে না বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক। আজ সোমবার বিকেলে জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, যেখানে বালু মহাল নির্ধারণ করা হয় সেখান থেকেই বালি উত্তোলন করতে হবে। প্রতিমন্ত্রী অভিযোগ করেন, ইজাদাররা দিনের বেলায় কোনো কাজ করে না, রাতের বেলা নদীর কিনারা থেকে বালি উত্তোলন করে। যা নদী ভাঙনের একমাত্র কারণ।
নদী ভাঙন প্রতিরোধে প্রতিমন্ত্রী জামালপুর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও বাঁধ নির্মাণে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন।
এ সময় ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল, বেগম হোসনে আরা এমপি প্রমুখ উপস্থিত ছিলেন। পরে তারা যমুনা তীরবর্তী নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন।