অভিনন্দন বার্তায় টাইগারদের ধারাবাহিক জয় প্রত্যাশা মির্জা ফখরুলের
সফররত আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নেওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শুক্রবার বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
শায়রুল কবির খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এ বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির মহাসচিব। তিনি আশা করেন, জয়ের এ ধারা অব্যাহত রাখবে টাইগাররা।’
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে শুক্রবার সফরকারী আফগানিস্তানকে ৮৮ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে টিম বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচটি হবে আগামী সোমবার।