অভিনেতা কালা আজিজের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

Looks like you've blocked notifications!
প্রয়াত অভিনেতা কালা আজিজ। ছবি : সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের গুণী অভিনেতা কালা আজিজ। কৌতুকাভিনেতা হিসেবে পরিচিত হলেও শতাধিক বাংলা চলচ্চিত্রে খলনায়কের সহযোগী হিসেবে অভিনয় করেন। ২০১৯ সালের ২৩ নভেম্বর মৃত্যুবরণ করেন তিনি। আজ তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী।

জীবদ্দশায় তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন কালা আজিজ।  ১৯৮৪ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘মনা পাগলা’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে যুক্ত হন। অভিনয়ের পাশাপাশি বিএফডিসির ল্যাবেও কাজ করতেন তিনি।

কাজী হায়াতের পরিচালনায় ‘দিলদার আলী’ থেকে শুরু করে বেশকিছু চলচ্চিত্রে কাজ করেছেন আজিজ। ‘ইতিহাস’ চলচ্চিত্রে অভিনয় করে বেশ প্রশংসা পান এবং বাচসাস পুরস্কারও পান। নায়ক মান্না ও ডিপজলের বেশ কিছু সিনেমায় অভিনয় করে সাড়া ফেলেছিলেন আজিজ।

অভিনেতা কালা আজিজকে সর্বশেষ দেখা গেছে হারুন-উজ-জামান পরিচালিত ‘পদ্মার প্রেম’ সিনেমায়। কালা আজিজ ডায়াবেটিস ও কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে গত বছর ঢাকার কাওলা এলাকায় নিজ বাসায় মৃত্যুবরণ করেন।