‘অভ্যন্তরীণ ষড়যন্ত্রের কারণেই জাপা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে’
অভ্যন্তরীণ ষড়যন্ত্রের কারণেই জাতীয় পার্টি (জাপা) বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেছেন, ‘আমাদের সুশৃঙ্খলভাবে এগিয়ে যেতে হবে।’
আজ রোববার দলের বনানী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জি এম কাদের এসব কথা বলেন।
জি এম কাদের বলেন, ‘জাতীয় পার্টি দেশের মানুষের জন্য কাজ করে। দলকে রক্ষা করার দায়িত্ব সবার।’ আগের ভুলগুলো শুধরে, আবারও সাংগঠনিকভাবে দলকে শক্তিশালী করে গড়ে তোলা এবং জনগণের প্রত্যাশা পূরণে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘আমাদের সুশৃঙ্খলভাবে এগিয়ে যেতে হবে। এর একটা বড় কথা হলো একতা।’ তিনি আরো বলেন, ‘ষড়যন্ত্রমূলকভাবে আমাদের মধ্যে ভাঙন সৃষ্টি এবং এর মধ্য দিয়ে যে দুর্বলতা সৃষ্টি হয়েছে এ থেকে যেকোনো মূল্যে নিজেদের রক্ষা করতে হবে। আমরা ষড়যন্ত্রের শিকার হব না।’