অর্থপাচার : ১৪ প্রতিষ্ঠান ও ২৯ জনের তালিকা দিবে দুদক

Looks like you've blocked notifications!
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়। ফাইল ছবি

অর্থপাচারের সঙ্গে জড়িত ১৪টি প্রতিষ্ঠান ও ২৯ ব্যক্তির তালিকা প্রস্তুত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আগামীকাল রোববার এ তালিকা বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে দাখিল করা হবে।

আজ শনিবার সন্ধ্যায় এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান।

গত বছর বিদেশে অর্থপাচারের বিষয়ে দুদক, সিআইডি, বিএফআইইউ ও এনবিআরের দেওয়া তথ্য পর্যাপ্ত নয় বলে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন হাইকোর্ট।

কানাডা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে যারা অবৈধভাবে গাড়ি-বাড়ি তৈরি করেছেন তাদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য চান আদালত। এর সঙ্গে জড়িতদের নাম জানতে চাওয়া হয়। কিন্তু সংস্থাগুলো সম্পূর্ণ তথ্য দিতে পারেনি।

কিন্তু হাইকোর্ট জানান, এ সংক্রান্ত সব তথ্য হাতে পাওয়ার ব্যাপারে আদালত কঠোর। এজন্য এসব সংস্থাকে ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। করোনা পরিস্থিতিতে প্রতিবেদন দাখিল করতে দুদক অনেকবার সময় নিয়েছিল। দীর্ঘদিন পর প্রতিবেদন তৈরির পর আগামীকাল তা দাখিল করা হবে।