অর্থমন্ত্রীর আশা : অর্থনীতি আবার আগের জায়গায় যাবে
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আমাদের অর্থনীতি আবারও আগের জায়গায় ফিরে যাবে। এতে বেশি সময় লাগবে না। অর্থনীতিকে আমরাও মূল স্রোতধারায় ফিরিয়ে আনতে পারব। আমরা আবারও আমাদের অর্থনীতি নিয়ে গর্ব করতে পারব।
আজ বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, ‘ডলারের দাম বেশি ওঠা-নামা করছে। এটি কমিয়ে আনতে হবে। সেটা করতে পারলে একই প্ল্যাটফর্ম থেকে সবাই এগিয়ে যেতে পারব।’
মূল্যস্ফীতির বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘২০০৯ সালে মূল্যস্ফীতির পরিমাণ ছিল ১২ দশমিক ৩ শতাংশ। এরমধ্যে অনেক চড়াই-উৎরাই ও মহামারি মোকাবিলা করেছি আমরা। এখন আমরা ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ পরিস্থিতি মোকাবিলা করছি। এটিও সুন্দরভাবে মোকাবিলা করব।’
মন্ত্রী বলেন, ‘আমদানি করা পণ্য দেশে পৌঁছালে অন্যান্য জিনিসের দামও কমবে। খাদ্যদ্রব্যের বাইরেও বিভিন্ন জিনিসের দাম কমে আসবে। ডলারের দামও কমে আসবে।’
‘মূল্যস্ফীতি এখন মাত্র ৭ শতাংশ’ উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘ভোজ্যতেল বা অন্যান্য যেসব জিনিস তাদের থেকে কিনতে হয়, তাদের যদি দাম বাড়ে সেই প্রভাব এখানেও পড়ে। আমাদের বেশি দামে কিনে আনতে হচ্ছে বলে মূল্যস্ফীতি বাড়ছে।’