অর্থ আত্মসাতের দায়ে প্রধান শিক্ষকের পাঁচ বছরের কারাদণ্ড

Looks like you've blocked notifications!

গোপালগঞ্জের খাগবাড়ী নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র অধিকারীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলায় পাঁচ বছরের কারাদণ্ড  সেইসঙ্গে ৩৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 

আজ রোববার ফরিদপুর স্পেশাল জজ আদালতের বিচারক মো. মতিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। তবে এ সময় সাজাপ্রাপ্ত আসামি পলাতক ছিলেন।

দুদকের সাবেক সহকারী পরিদর্শক মো. ইছহাক খান বাদী হয়ে গত ২০০৩ সালের ২৯ জুন কোটালীপাড়া থানায় মামলাটি করেন।

মামলার বিবরণে জানা যায়, খাগবাড়ী নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় স্কুল মেরামত ও সংস্কার কাজের জন্য বরাদ্দকৃত ৩৫ হাজার টাকার কাজ না করে আত্মসাত করেন প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র অধিকারী। অর্থ আত্মসাতের কারণে মামলার রায়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ সাজা দেওয়া হয়। 

মামলার অন্য আসামি ওই স্কুলের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি নীলরতন সরকারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে মামলা থেকে বেকসুর খালাস দেওয়া হয়।

মামলাটি পরিচালনা করেন দুদুকের আইনজীবী মজিবর রহমান। তিনি বলেন, ‘অভিযুক্ত আসামি পলাতক রয়েছেন। তবে আটকের সঙ্গে সঙ্গে এ রায় কার্যকর করার নির্দেশ দিয়েছেন বিচারক।’