অর্ধেক জনবল দিয়ে অফিস পরিচালনার নির্দেশ, প্রজ্ঞাপন জারি
অর্ধেক জনবল নিয়ে আগামীকাল সোমবার থেকে সব ধরনের অফিস পরিচালনার নির্দেশ দিয়েছে সরকার। করোনাভাইরাসের বিস্তার রোধে আজ রোববার এমন প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
সিনিয়র সহকারী সচিব মো. সাইফল ইসলাম স্বাক্ষরিত মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে- সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্ত্বশাসিত ও বেসরকারি অফিসসমূহকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক কর্মকর্তা ও কর্মচারী নিয়ে পারিচালনা করতে হবে। বাকি কর্মকর্তা ও কর্মচারীরা দাপ্তরিক কার্যক্রম ভার্চুয়ালি সম্পন্ন করবেন।
অপরদিকে আদালতসমূহের বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা জারি করবেন। এছাড়া ব্যাংক এবং বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।